যশোরে চা দোকানিকে গুলি করে হত্যা
ফাইল ছবি
যশোর শহরের টিবি ক্লিনিক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক চা দোকানির মৃত্যু হয়েছে। শনিবার সকালে টিবি ক্লিনিক টিপু’র চায়ের দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান (২৬) বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে টিপু সুলতান তার দোকানে চা বিক্রি করছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে তার বুকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কল্লোল কুমার সাহা তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক আলমগীর হোসেন জানান, কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ অভিযান শুরু করেছে।
মিলন রহমান/এফএ/এমএস