লরির পেছনে বাসের ধাক্কায় হেলপার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭
ছবি-প্রতীকী

ঝিনাইদহের কালীগঞ্জে একটি তেলবাহী লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসটির হেলপার নিহত শাহিনুর রহমান (৩০) হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন। শনিবার বিকেল ৩টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসে।

বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ( ভারপ্রাপ্ত ) মনির উদ্দীন জানান, দুর্ঘটনায় বাসের প্রায় ১০ থেকে ১২ জন্য যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কালীগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী লাভলী খাতুন জানান, একটি তেলবাহী ট্যাংক লরি যশোর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এ সময় যশোর থেকে কালীগঞ্জগামী শাপলা পরিবহনের যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে অতিক্রম করার সময় তেলবাহী লরির পেছনে ধাক্কা লাগে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও বাস রাস্তার দুই পাশে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।