দেলদুয়ারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৪ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

টাঙ্গাইলের দেলদুয়ারে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের ফুলতারা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঢাকার মিরপুর এলাকার বাবুল মিয়ার মেয়ে দোলন (১৩) ও মো. বুদ্দু মিয়ার মেয়ে স্মৃতি (১৪)। তারা সম্পর্কে চাচাতো বোন। জেএসসি পরীক্ষা শেষে তারা মায়ের সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল।

উদ্ধারকারী ফুলতারা গ্রামের মো. হাফেজ মিয়া জানান, বেলা সাড়ে ১১টায় দুই বোন বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায়। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা শিশুরা তাদের দু’জনকে তলিয়ে যেতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। তবে পুকুরে কচুরিপানা থাকায় উদ্ধারে কাজে কিছুটা বিলম্ব হয়।

প্রায় ১৫ মিনিট চেষ্টা চালানোর পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ প্রসঙ্গে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত সাবরিনা অন্না জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।