বরগুনা প্রেসক্লাবের সভাপতি মনোয়ার সম্পাদক সালেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১০:৪০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭

বরগুনা প্রেসক্লাবের ২০১৮ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আনোয়ার হোসেন মনোয়ারকে সভাপতি ও আবু জাফর সালেহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে সকল সদস্যের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার চিত্তরঞ্জন শীল এ কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের সদস্য মনির হোসেন কামাল এবং মো. মিজানুর রহমান মিজান।

নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক যুগান্তরের বরগুনা প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোরের বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

মো. সাইফুল ইসলাম মিরাজ/এআরএস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।