মাদারীপুরে সমিতির নামে অর্থ আত্মসাতের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:৪১ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭

মাদারীপুরে সমবায় সমিতির নামে সদস্যদের অর্থ-আত্মসাতসহ নানাভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী সদস্যরা। সোমবার বেলা ১১টায় কালকিনি উপজেলার চরকাতলা গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সমিতির সদস্যরা জানান, ৫ বছর আগে চরকাতলা গ্রামের কাশেম পাইকের ছেলে আলাউদ্দিন পাইক ‘চরকাতলা সমবায় সমিতি’ নামে একটি সংগঠন তৈরি করে সদস্যদের লোভনীয় অফার দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

এ নিয়ে ভুক্তভোগী সদস্যরা তাদের জমাকৃত আমানত ফেরত চাইলে তাদের সঞ্চয় না দিয়ে উল্টো মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করে।

এ নিয়ে সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। নিজেদের শেষ সম্বল জমানো সঞ্চায়ের টাকা তারা পাওয়াসহ মামলা-হামলা থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় শত শত সদস্য ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।

এ কে এম নাসিরুল হক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।