কুড়িগ্রামে পুকুরে শাপলা ফুল চাষের প্রস্তুতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭

কুড়িগ্রাম শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রায় একর পরিমাণের পৌরসভার ময়লা ফেলার পুকুরটি পরিষ্কার করে শাপলা ফুল লাগানোর প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও পৌরসভা পুকুরটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান পরিত্যক্ত নোংরা পুকুরটি আনুষ্ঠানিকভাবে পরিষ্কারের সূচনা করেন।

kurigram

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, মেয়র আব্দুল জলিল, সদর ইউএনও আমিন আল পারভেজ, সাংবাদিক সফি খান, আব্দুল খালেক ফারুক, আহসান হাবীব নীলু, হুমায়ুন কবির সূর্য্য প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত প্রায় একর পরিমাণের পুকুরটি পরিষ্কার করে শাপলা ফুল লাগানোর প্রকল্প হাতে নেয়া হয়। যার নামকরণ করা হয়েছে ‘পদ্মপুকুর’।

kurigram

পুকুরটি পরিষ্কারের সময় জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, পৌরসভা, স্কাউটস, রোভার স্কাউটস, প্রথম আলো বন্ধুসভা, আশার আলো পাঠশালা, সমন্বয় পরিবারসহ বিভিন্ন সংগঠনের লোকজন অংশগ্রহণ করে।

নাজমুল/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।