শেরপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন দোলাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তারা এ নির্দেশনা পেয়েছেন।
ওই চিঠিতে বলা হয়েছে চেয়ারম্যান মো. নুরুল আমিন দোলা নিয়ম না মেনে পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যাক্তাকে অপসারণ করে নতুন উদ্যোক্তা নিয়োগ করেছেন। তাুর বিরুদ্ধে ট্রেড লাইসেন্সের ফি আদায় ও মাতৃত্ব ভাতা বিতরণে অনিয়ম, পরিষদ ভবনে অফিস না করা এবং ভূমি হস্তান্তর করের ১% এর টাকা অনিয়মিতভাবে ব্যয় করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
এসব কারণে স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ৩৪ উপধারা (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উল্লিখিত চিঠিতে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ করা হয়েছে।
তবে এসব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দোলা সাংবাদিকদের বলেন, স্থানীয় কিছু অসৎ লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ কাজ করিয়েছে। চিঠি পাবার পর আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।
এ ব্যাপারে ঝিনাইগাতীর ইউএনও ফারহানা করিম বলেন, চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপনটি ওয়েব সাইটে দেখেছি। চিঠি হাতে পেলে ব্যবস্থা নেয়া হবে।
হাকিম বাবুল/এমএএস/এমএস