শৈলকুপায় ব্যতিক্রমী বিজয় উৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:২৬ এএম, ২৭ ডিসেম্বর ২০১৭

ঝিনাইদহের শৈলকুপার ভাটই মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে কৃষকের বিজয় উৎসব। নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষিপণ্যের লাভজনক মূল্য পেতে সরকারের প্রত্যক্ষ সহায়তার দাবিতে স্বাধীন কৃষক সংগঠন মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করে।

রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনে এ দেশের গ্রামীণ কৃষক জনগোষ্ঠীর ব্যাপক অবদান রয়েছে। কিন্তু আজকাল বিজয় দিবস কেবল শহুরে অনুষ্ঠানে পরিণত হয়েছে। গ্রামাঞ্চলে দিবসগুলো তেমনভাবে উদযাপন করা হয় না। এমনি প্রেক্ষাপটে দিবস উদযাপনের জন্য শৈলকুপা উপজেলার দুধসর ও ফুলহরি ইউনিয়ন স্বাধীন কৃষক সংগঠন দিনব্যপী ব্যতিক্রম এ কর্মসূচি গ্রহণ করে।

অনুষ্ঠান উপলক্ষে ওই এলাকার সাধারণ কৃষাণ-কৃষাণী, সুশীল সমাজের প্রতিনিধি, চেয়্যারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ভাটই বাজার থেকে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা ভাটই মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

bejoy

এসময় এলাকার সংগঠিত কৃষক পরিবারের নারীদের চেয়ার বদল ও পুরুষদের ঐতিহ্যবাহী হাডুডু খেলা, পিঠা প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুধসর ইউনিয়নের চেয়ারম্যান সায়ুব আলী জোয়ার্দ্দার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলহরি ইউনিয়ন স্বাধীন কৃষক সংগঠন সভাপতি লিপিল কুমার বিশ্বাস। আলোচনা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় কৃষক পরিবারের জীবনযাত্রার আলেখ্যে রচিত নাটক ”মেহেরজানের স্বপ্ন” মঞ্চায়িত করে লোকথিয়েটার বাংলাদেশ, ঝিনাইদহ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় বিজয় উৎসব।

আহমেদ নাসিম আনসারী/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।