সাতক্ষীরায় ২৯ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:৪০ এএম, ২৭ ডিসেম্বর ২০১৭

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত ও বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ২৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে দুইজন বিএনপি ও ৬ জন জামায়াত নেতাকর্মী রয়েছেন।

গ্রেফতারদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ৪ জন (জামায়াতকর্মী একজন), কলারোয়া থানায় ৪ জন (জামায়াতকর্মী একজন), তালা থানায় ৪ জন (জামায়াতকর্মী একজন), কালিগঞ্জ থানায় রতনপুর ইউপির ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম ও একজন বিএনপি কর্মীসহ ৩ জন, শ্যামনগর থানায় ৩ জন, আশাশুনি থানায় ৪ জন, দেবহাটা থানায় ৪ জন (জামায়াতকর্মী ৩ জন) ও পাটকেলঘাটা থানায় ৩ জন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারদের বেলা ১১টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।