গোরস্থানকে ঈদগাহ দেখানোয় ভোট স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৭ ডিসেম্বর ২০১৭

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আটুয়া ভোট কেন্দ্রের ওপর ৩ মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। ফলে ওই ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবুল হোসেন জানান, আগামীকাল ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় বনপাড়া পৌর নির্বাচনে ভোটগ্রহণের জন্য নবগঠিত ১২ নম্বর ওয়ার্ডে আটুয়া ঈদগাহ মাঠে অস্থায়ী ভোটকেন্দ্র স্থাপন করা হয়। কিন্তু গোরস্থানকে ঈদগাহ মাঠ হিসেবে দেখিয়ে সেখানে ভোটকেন্দ্র স্থাপন করার অভিযোগ এনে গোরস্থান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর হাইকোর্টে রিট করেন।

মঙ্গলবার রাতে উচ্চ আদালতের আদেশটি নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কাছে এসে পৌঁছালে তিনি ওই ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করেন।

একটি ওয়ার্ডে ভোটগ্রহণ না হলে নির্বাচনী ফলাফল কী হবে এমন প্রশ্নের জবাবে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবুল হোসেন জানান, প্রাপ্ত ভোটের ব্যাবধান যদি ফলাফলে প্রভাব ফেলে তাহলে ফলাফল স্থগিত থাকবে। না হলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ ছাড়াই মেয়রের ফলাফল ঘোষণা করা হবে।

রেজাউল করিম রেজা/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।