ডাক্তারের কাছে নেয়ার কথা বলে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭
ছবি-প্রতীকী

মাদারীপুরের কালকিনিতে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ছোট ভাইয়ের অসুস্থ স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বুধবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার পশ্চিম ক্রোকিরচর গ্রামের রশিদ বেপারির বড় ছেলে হাফিজুর রহমান তার ছোট ভাইয়ের অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখানোর কথা বলে আন্ডারচরে নিয়ে যায়। সেখানে একটি অপরিচিত খালি বাড়িতে নিয়ে মঙ্গলবার দুপুরে তাকে ধর্ষণ করে। এ সময় ওই নারীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ধর্ষক হাফিজুর পালিয়ে যায়। পরে নিরুপায় হয়ে তিনি বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে বিষয়টি ধামাচাঁপা দিতে একটি প্রভাবশালী মহল উঠে পড়ে লেগেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।