ব্যাট দিয়ে পিটিয়ে সহপাঠীকে হত্যা, অতঃপর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭

বরিশাল নগরীর ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে সহপাঠী হত্যাকারী মিরাজুল ইসলাম মিরাজ আদালতে আত্মসমর্পণ করেছে।

বুধবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আত্মসমর্পণের পর জামিনের প্রার্থনা করে মিরাজ। আদালতের ভারপ্রাপ্ত বিচারক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম ফারুক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে যশোরে কিশোর অপরাধ সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিরাজ নগরীর ফলপট্টি এলাকার বাবুলের ছেলে। নিহত আবির রবি দাস নগরীর দক্ষিণ চকবাজার এলাকার জয় রবী দাসের ছেলে।

ম্যাজিস্ট্রেট আদালতের নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই প্রদীপ মিত্র মামলার বরাত দিয়ে জানান, ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ২২ ডিসেম্বর নগরীর ফলপট্টি এলাকায় মিরাজ তার সহপাঠী ও একই স্কুল থেকে জেএসসি পরীক্ষা দেয়া আবিরের মাথায় ব্যাট দিয়ে আঘাত করে।

গত ২২ ডিসেম্বর গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবিরের মৃত্যু হয়। এ ঘটনায় আবিরের বাবা জয় রবী দাস বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মিরাজসহ চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।

সাইফ আমীন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।