মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:৪৭ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭

মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের এক জরুরি সভার সিদ্ধান্তে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের হামলায় মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের তিন নেতা আহত হওয়ার তিন ঘণ্টা পর এ কমিটি বিলুপ্ত করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ আলী ও যুগ্ম আহ্বায়ক জুয়েল চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ আলী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জল ভাবমূর্তি রক্ষায় এ কমিটি বিলুপ্ত করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন রুবেল ও সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষ গ্রুপের হামলায় তিন নেতা আহত হয়। মাটিরাঙ্গা পৌর সদরের সোনালী ব্যাংক সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের উপ-সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক রুমেন বড়ুয়া ও মাটিরাঙ্গা কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পান্থ ঘরজা। আহতদের মধ্যে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের উপ-সম্পাদক মো. আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।