ঝিনাইদহে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে এক জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে কোটচাঁদপুর উপজেলার রাঙ্গীয়ারপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, গ্রামের ইয়াদ আলীর ছেলে রবিউল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি জামায়াতের কর্মী ছিলেন।
তিনি আরও জানান, ভোরে গ্রামের মসজিদে নামাজ পড়ে কাশিপুর গ্রামের দিকে যাচ্ছিলেন রবিউল। এসময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহমেদ নাসিম আনসারী/এফএ/আইআই