বছরের শুরুতে বই পেয়ে খুশি রাঙ্গামাটির শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১০:০৫ এএম, ০১ জানুয়ারি ২০১৮

নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উৎসবে মাতল রাঙ্গামাটির ক্ষুদে শিক্ষার্থীরা। সোমবার সকালে সদরসহ জেলার স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। এতে খুশিতে মাতে তারা।

রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বনরুপা আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক বই বিতরণ উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান।

বই বিতরণ উৎসবে বিভিন্ন স্কুলে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলীসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যববস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থী।

এবছর প্রথম দিন দ্বিতীয় বারের মতো প্রাথমিক পর্যায়ে জেলার ২৫ হাজার শিশুর হাতে তুলে দেয়া হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজ নিজ মাতৃভাষার পাঠ্যবই।

২০১৮ শিক্ষা বর্ষের জন্য রাঙ্গামাটি জেলায় বিনামূল্যে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে প্রায় ২ লাখ ৫০ হাজার পাঠ্যবই বিতরণ করা হবে বলে জানায় শিক্ষা বিভাগ।

সুশীল প্রসাদ চাকমা/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।