সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের ওপর গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:৫৭ এএম, ০৩ জানুয়ারি ২০১৮

সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে সখীপুর বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন সখীপুর গ্রামে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে সখীপুর মোড়ে তার ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এরপর তাকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করেন।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, চেয়ারম্যানের ওপর গুলিবর্ষণের ঘটনাটি শুনেছি। এখন সাতক্ষীরা সদর হাসপাতালে আছি। তাকে এখানে নিয়ে আসা হচ্ছে।

অন্যদিকে দুর্বৃত্তদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

আকরামুল ইসলাম/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।