ছাত্রলীগে অস্ত্রবাজদের স্থান নেই : ভূমিমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮

পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বলেন, আওয়ামী লীগ করি কিন্তু আমিও ছাত্রলীগের কর্মী ছিলাম, এখনো আছি। ছাত্রদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা। ছাত্রলীগে চোর-ডাকাত, চাঁদাবাজ, অস্ত্রবাজদের স্থান নেই।

বৃহস্পতিবার দুপুরে শহরের আলহাজ মোড়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের পুরাতন মটরস্ট্যান্ডে এসে এক পথসভায় মিলিত হয়।

ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টু, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব, পৌর ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।

আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।