সাতক্ষীরায় নছিমন উল্টে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় নছিমন উল্টে ইমরান হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কাশিমপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান তালা উপজেলার খলিলনগর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ইমরান নছিমনে করে বাড়ি ফেরার পথে কাশিমপুরে পৌঁছালে তাকে বহনকারী নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।