নারায়ণগঞ্জে পার্কের দেয়ালসহ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ ও ফতুল্লার পঞ্চবটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এ সময় অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের লে আউট বহির্ভূত অংশসহ প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি চলে উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএফএম এহতেশামুল হক।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাসিক মেয়রের পিএ আবুল হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন, সার্ভেয়ার কালাম মোল্লা প্রমুখ। অভিযানে একটি এক্সাভেটর, ৩টি গাড়িসহ বিপুল সংখ্যক উচ্ছেদকর্মী অংশ নেয়।

narayanganj

এদিকে, শহরের দেওভোগ পানির ট্যাংক এলাকায় একটি খাবার হোটেলসহ অন্তত ১০/১৫টি অবৈধ স্থাপনা ও ফতুল্লার পঞ্চবটিতে সিটি কর্পোরেশনের জমিতে স্থাপনকৃত বর্ধিত বেসরকারি পার্কের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়।

নাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন জানান, দেওভোগ পানির ট্যাংক বাজুইনাপাড়া বাজার সংলগ্ন একতা সড়কের পার্শ্ববর্তী অন্তত ১০টি অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। এছাড়া ফতুল্লার পঞ্চবটিতে সিটি কর্পোরেশনের জমিতে পিপিপি প্রকল্পে স্থাপনকৃত অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের লে আউট বহির্ভূত অংশ উচ্ছেদ করা হয়েছে। এতে দেয়ালসহ অন্তত ২০টি পিলার ভাঙা পড়েছে। পার্ক কর্তৃপক্ষ লে আউট বহির্ভূত অংশের মালামাল সরিয়ে নিতে এক সপ্তাহ সময় চেয়েছে।

শাহাদাত হোসেন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।