লক্ষ্মীপুরে ৫০৫ জনের বিরুদ্ধে র‌্যাবের মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০৫ জানুয়ারি ২০১৮

লক্ষ্মীপুরের রামগতিতে তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১১ এর ডিএডি মনির হোসেন চৌধুরী বাদী হয়ে রামগতি থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী রামগতির চরগাজী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শেখ ফরিদ ওরফে ফরিদ কমান্ডারসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে হামলায় পর থেকে স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। শুক্রবার কার্যত চরগাজীর হাট-বাজারগুলো পুরুষ শূন্য হয়ে পড়ে।

পুলিশ জানায়, র‌্যাবের একটি টিম তথ্য সংগ্রহ করতে ঘটনার সময় মোটরসাইকেল যোগে চরগাজী ইউনিয়নে যায়। এ সময় সন্ত্রাসী শেখ ফরিদ ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে র‌্যাবের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম, কনস্টেবল শাখাওয়াত, সৈনিক শাহীন ও ইসহাক আহত হন। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় তাদের (র‌্যাব) ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল ছুটে যান র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা ও জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব আশপাশের এলাকায় অভিযান চালায়।

স্থানীয় সূত্র জানায়, শেখ ফরিদের বিরুদ্ধে নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও লক্ষ্মীপুরের রামগতি থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি উপকূলীয় মেঘনা নদী, চরগাজী ও আশপাশ এলাকায় আতঙ্ক হিসেবে পরিচিত।

এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

কাজল কায়েস/আরএআর/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।