পটুয়াখালীতে ঢাবির সিনেট প্রতিনিধি নির্বাচনে হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণের সময় পটুয়াখালীতে বিএনপি সমর্থিত প্যানেলের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী সরকারি কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণের সময় বিএনপি সমর্থিত প্যানেলের ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ক্যাম্পের চেয়ার টেবিলসহ নির্বাচনী প্রচারপত্র ও ব্যানার নিয়ে যাওয়া হয় এবং জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে লাঞ্ছিত করা হয়।

এদিকে কেন্দ্রের বাইরে হামলা এবং মারধরের ঘটনা ঘটলেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সরকারি কলেজের প্রশাসনিক ভবনের দোতলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে। তবে আওয়ামী লীগের দাবি- এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফল।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার বলেন, বিএনপির দুই গ্রুপের বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগ জড়িত নয়।

জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ কোনো নির্বাচন দিতে রাজি নয়। তাই সিনেট প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণের সময় বিএনপি সমর্থিত প্যানেলের নির্বাচনী ক্যাম্পে তারা হামলা চালিয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।