জিপিএ-৫ নিয়ে অভিভাবকরাই প্রতিযোগিতা শুরু করেছেন
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেছেন, জিপিএ-৫ নিয়ে অভিভাবকরাই প্রতিযোগিতা শুরু করেছেন।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সঠিক পাঠদানের অভাবে এ অঞ্চলের শিক্ষার্থীরা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় না। প্রতিষ্ঠানের সঠিক পাঠনদানই নিশ্চিত করে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজুপর শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক রবীন্দ্র ভট্রাচার্য, ব্রিটিশ ইন্টারন্যাশন্যাল স্কুলের প্রিন্সিপাল কর্ণেল (অব.) সালাউদ্দিন খান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সৈয়দ আলী প্রমুখ।
এর আগে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ব্রিটিশ ইন্টারন্যাল স্কুলের ২০১৮ শিক্ষা বর্ষের কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করেন। পরে তিনি স্কুলের লাইব্রেরি, ক্লাসরুম পরিদর্শন করেন।
রিপন/এমএএস/আইআই