যশোরে কলেজছাত্রকে গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮

যশোর পলিটেকনিক কলেজের ছাত্র ইসমাঈল হোসেনকে দুর্বৃত্তরা গুলি করেছে। শনিবার সন্ধ্যায় শহরতলীর পুলেরহাট তেল পাম্পের সামনে তাকে গুলি করে। সে পুলেরহাট এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তার বাড়ি শহরতলীর পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্র এলাকায়।

আহত ইসমাইল হোসেন জানান, তিনি সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলেন। পুলেরহাটের আকিজ তেল পাম্পের সামনে তিনজন ছেলে মোটরসাইকেলে এসে তার কাছ থেকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কি কারণে তাকে গুলি করা হয়েছে তা বলতে পারেননি ইসমাঈল হোসেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, ইসমাঈলের মাজার ডান পাশে গুলিটি বিদ্ধ হয়েছে। তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ওসি একেএম আজমল হোসেন জানান, ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ পাঠানো হয়েছে।

মিলন রহমান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।