৮ ঘণ্টা পর শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে বন্ধ হয়ে যাওয়া শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল ৮ ঘণ্টা পর সচল হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে গত রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ছিল। সেসময় মাঝ পদ্মায় ৬টি ফেরি নোঙ্গর করে রাখা হয়। সকাল ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হলে নোঙ্গর করা ফেরিগুলো স্ব স্ব গন্তব্যে পৌঁছে।
তিনি আরো জানান, বর্তমানে এ নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। তবে ৮ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট এলাকায় পারের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন রয়েছে। ফেরি চলাচল সচল হওয়ায় গাড়ির চাপ কমতে শুরু করেছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম