ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট করার যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ও আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে লিমন আহম্মেদ (১৯) নামে যুবককে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে উপজেলার তালুক পলাশী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সোমবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক লিমন আহম্মেদ উপজেলার তালুক পলাশী গ্রামের বকুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ও আপত্তিকর ছবি আপলোড করায় রোববার রাতে উপজেলার তালুক পলাশী গ্রাম থেকে লিমন আহম্মেদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫টি মোবাইল সিম ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

লালমনিরহাট ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুল ইসলাম জানান, ওই যুবকের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রবিউল হাসান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।