দুই ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আসামি গ্রেফতার
মৌলভীবাজারে আলোচিত দুই ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় আলী হায়দার সনি নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের পাগুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলী হায়দার সনি পাগুলিয়া এলাকার আব্দুল মুকিত মিয়ার ছেলে।
নিজ দলের কর্মীদের হাতে গত বছরের ৭ ডিসেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি বিদ্যালয়ের ছাত্রাবাসের সামনে খুন হন ছাত্রলীগ কর্মী মো. আলী শাবাব ও নাহিদ আহমদ মাহি। এই হত্যাকাণ্ডের দুই দিন পর নিহত শাবাবের মা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং ৬/৭ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহমদ জানান, গোপন সংবাদের ভিতিত্তে সকালে পাগুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার এজাহারভুক্ত ছয় নাম্বার আসামি সনিকে গ্রেফতার করা হয়। বর্তমানে এই মামলার আরও ৪ আসামি গ্রেফতার রয়েছে।
আরএআর/আরআইপি