মৌলভীবাজার থেকে স্কুলছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর বাজার থেকে আব্দুল্লাহ হাসান (১৩) নামে ৯ম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর থেকে তার কোনো সন্ধান পায়নি পরিবার।

হাসানের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিদিনের মত হাসান তার বাড়ির পাশে মোহাম্মদনগর বাজারে যায়। রাত ১০টা পর সে বাড়ি ফিরে না আসলে পরিবার তাকে খুঁজতে থাকে। এরপর থেকে সে এখনও নিখোঁজ রয়েছে। পরে আজ সকালে তার মা নাজমা আক্তার বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আব্দুল্লাহ হাসান বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদনগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। হাসান সিলেট দক্ষিণ সুরমা মনির আহমদ একাডেমীর ৯ম শ্রেণির ছাত্র।

বড়লেখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান জানান, সাধারণ ডায়েরির প্রেক্ষিতে আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।