কুড়িগ্রামে ভূমিকম্পে বিদ্যালয় ভবনে ফাটল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১১:৪২ এএম, ২০ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

দেশের উত্তরাঞ্চলে কয়েকটি জেলায় আজ শনিবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও জেলার ভূরুঙ্গামারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল দেখা দিয়েছে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল কুড়িগ্রাম থেকে প্রায় ৬০ কি.মি. দূরে আসাম রাজ্যের গৌরিপুর নামক স্থানে। শীতের সকালে আকষ্মিক ভূ-কম্পনের ফলে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। জনমনে ভীতির সঞ্চার হয়। ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দিয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শনিবার সকালে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীসহ দেশের কয়েকটি জেলায় এ ভূকম্পন অনুভূত হয়।

নাজমুল হোসেন/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।