অাগুন পোহাতে গিয়ে দগ্ধ শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:১৬ এএম, ২১ জানুয়ারি ২০১৮

অাগুন পোহাতে গিয়ে গাইবান্ধায় সিনথিয়া অাক্তার নামের দেড় বছর বয়সের এক শিশুর মুখমণ্ডল ও হাত পোড়ে গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের নিউমার্কেট সংলগ্ন রেলকলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির মা রেহানা বেগম বলেন, ঠান্ডা লাগায় সন্ধ্যায় বাড়ির উঠোনে সিনথিয়া ওর বড় ভাইয়ের সঙ্গে প্লাস্টিক পুড়িয়ে অাগুন পোহাচ্ছিল। এসময় টুলে বসতে গিয়ে অাগুনে পড়ে যায় সে। এতে সিনথিয়ার মুখমণ্ডল ও ডান হাতের কিছু অংশ পুড়ে যায়। তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

হাসপাতালের অাবাসিক মেডিকেল অফিসার (অারএমও) শাহীনুল ইসলাম মণ্ডল জাগো নিউজকে বলেন, হাসপাতালের দোতলায় শিশু ওয়ার্ডে সিনথিয়া ভর্তি রয়েছে। তার মুখ ও ডান হাতের কিছু অংশ পুড়ে গেছে। সার্জারি ডাক্তার ও অামি দেখেছি। বর্তমানে অাশঙ্কামুক্ত রয়েছে শিশুটি।

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।