শাহবাগে বাসে আগুন : চালক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২০ ডিসেম্বর ২০১৭

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসের চালক মো. আতিক হাসান (৪২) দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে যাত্রীদের কেউ আহত হননি।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জাগো নিউজকে এসব তথ্য জানান।

fire

রাসেল শিকদার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এটি ছিল মিডওয়ে পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব-১৪-০৯০৩ )

শাহবাগ থানা সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে ওই বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসটির অনেকাংশে পুড়ে গেছে।

এআর/এআরএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।