শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ পথে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৯:০৮ এএম, ২২ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় নোঙর করা রয়েছে পাঁচটি ফেরি।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। সকালে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় লঞ্চ সিবোর্ড চলাচলও বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, ঘন কুয়াশার কারণে সোমবার রাত সাড়ে ১২টা থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ওপারে যাওয়ার অপেক্ষায় ঘাট এলাকায় ছোটবড় অন্তত ২ শতাধিক যানবাহন অবস্থান করেছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।