লক্ষ্মীপুর-ঢাকা রুটে লঞ্চ চলবে শনিবার থেকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

অবশেষে লক্ষ্মীপুরের সঙ্গে নৌ-পথে ঢাকার যোগাযোগ সহজ হতে যাচ্ছে। চাঁদপুর হয়ে নয়, এবার লক্ষ্মীপুর থেকেই ঢাকার লঞ্চ ছেড়ে যাবে। আগামী ২৭ জানুয়ারি শনিবার বিকেলে সদর উপজেলার মজু চৌধুরীরহাটের লঞ্চঘাট থেকে ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চলবে।

এর উদ্বোধন করবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি। এর মধ্য দিয়ে মেঘনা উপকূলীয় লক্ষ্মীপুরবাসীর প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

সোমবার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত তিনদিনের সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের লোকজন চাঁদপুর থেকে নৌ-পথে লঞ্চ যোগে ঢাকায় যাতায়াত করতেন। লক্ষ্মীপুর থেকে লঞ্চ সার্ভিস চালু হলে মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি কর্মঘণ্টা বাঁচবে। সহজ হবে যোগাযোগ ব্যবস্থা।

কাজল কায়েস/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।