জামালপুরে জুটমিলের কর্মচারীদের কর্মবিরতি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বকেয়া বেতন আদায়ের দাবিতে আলহাজ জুটমিলের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতির ডাক দিয়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতি বেতন-ভাতা পরিশোধ না হওয়া অব্যাহত থাকবে বলে জানান তারা।
সরিষাবাড়ীর আলহাজ জুটমিলটি লাভজনক একটি শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি লাভজনক হলেও গত ৩ মাস ধরে মিলের ১১৭ জন কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে।
মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে মিলে কর্মরত প্রজেক্ট ইনচার্জ সঞ্জয় সরকারের কাছে এতদিন বকেয়া বেতন চেয়ে আসছিল কর্মকর্তা-কর্মচারীরা।
বকেয়া বেতন না পেয়ে চরমভাবে ক্ষোভে ফুঁসে উঠে কর্মকর্তা-কর্মচারীরা। একপর্যায় বুধবার সকাল থেকে বকেয়া বেতন আদায়ের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আন্দোলনের ডাক দেয় মিলের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে বিক্রয় কর্মকর্তা আবুল কাশেমের নেতৃত্বে মিলের ভেতর দফায় দফায় বিক্ষোভ মিছিল করতে থাকে। এরপর বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে মিলের প্রজেক্ট ইনচার্জ সঞ্জয় সরকারের বাসা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে।
এ সময় বকেয়া বেতন আদায়ের দাবিতে বক্তব্য রাখেন- মিলের প্রজেক্ট ম্যানেজার ফরিদ আহম্মেদ, মেকানিক্যাল প্রকৌশলী রেজাউল করিম, উৎপাদন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ব্যবস্থাপনা প্রশাসন হোসনেয়ারা বেগম, বিক্রয় কর্মকর্তা আবুল কাশেম প্রমুখ।
শুভ্র মেহেদী/এএম/এমএস