মেলান্দহে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
জামালপুরের মেলান্দহ উপজেলার চাঞ্চল্যকর স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মোজাম্মেল শেখকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ রেলস্টেশন এলাকা থেকে মোজাম্মেল শেখকে র্যাব গ্রেফতার করে।
মো. মোজাম্মেল শেখ (৩৫) মেলান্দহ উপজেলার মেঘারবাড়ি এলাকার নবাই শেখের ছেলে।
জামালপুর র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার হায়তুল ইসলাম খানের নেতৃত্বে একটি টিম ময়মনসিংহ এলাকায় অভিযান চালায়। দুপুরে ময়মনসিংহ রেলস্টেশন এলাকা থেকে মেলান্দহ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মোজাম্মেল শেখকে গ্রেফতার করে জামালপুর নিয়ে আসা হয়।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সকালে মেলান্দেহের নয়ানগর গ্রাম থেকে জোরপূর্বক ৮ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় মোজাম্মেল শেখ। এরপর তিন দিন অজ্ঞাত স্থানে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে ২৫ নভেম্বর বিকেলে মেলান্দহের দুরমুঠ রেলস্টেশন এলাকায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা খবর দিলে মেলান্দহ থানা পুলিশ অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে মেলান্দহ থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকেই মোজাম্মেল শেখ পালিয়ে বেড়াচ্ছিল।
শুভ্র মেহেদী/এফএ/পিআর