ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নে বাঁশ কাটাকে কেন্দ্র করে বড় ভাই আজিজুল ইসলামকে (৬৪) শ্বাসরোধ করে হত্যা করেছে ছোট ভাই। শুক্রবার সকালে ইউনিয়নের ঠাংঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঠাংঝাড়া গ্রামের মৃত ফকির মামুদের ছেলে আজিজুল ইসলাম (৬৪) ও রবিউল ইসলামের (৪০) মধ্যে পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ওই জমিতে আজিজুল ইসলাম বাঁশ কাটতে গেলে ছোট ভাই রবিউল ইসলামের সঙ্গে মারপিট শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই বাঁশঝাড়ের ভেতর আজিজুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া গ্রামের ইউপি সদস্য রওশন আলী বিপুল বলেন, পৈত্রিক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যকার বিরোধ কয়েকবার সমাধানের পরও এমন ঘটনা দুঃখজনক।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাসান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।