লক্ষ্মীপুরে পুলিশ-ডাকাত গোলাগুলি, গুলিবিদ্ধসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

লক্ষ্মীপুরে পুলিশ ও ডাকাতদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেলজিয়াম সুমন নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে ডাকাতির প্রস্তুতিকালে টহলরত পুলিশকে দেখে ডাকাতরা গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ডাকাত বেলজিয়াম সুমন পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এসআই কামরুল ইসলাম ও কনস্টেবল মোক্তার হোসেন আহত হয়েছেন। এ সময় কংশনারায়ণপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে সুমন, তার সহযোগী কামরুল হাসান রুবেল ও সিএনজিচালিত অটোরিকশা চালক সেলিমকে আটক করা হয়। পরে গুলিবিদ্ধ সুমনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত পুলিশ সদস্যরাও একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন বেলজিয়াম সুমন সাংবাদিকদের জানান, মধ্যরাতে নানার বাড়ি থেকে ফেরার পথে একটি দোকান থেকে পুলিশ তাকে আটক করেছে। পরে তার পায়ে গুলি করে হাসপাতালে নিয়ে এসেছে। কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গুলিবিদ্ধ সুমন নিহত সন্ত্রাসী জসিম ও লাদেন মাসুম বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এর আগেও সুমন পুলিশের হাতে অস্ত্রসহ আটকের পর গোলাগুলিতে বাম পা হারিয়েছেন বলেও তিনি জানান।

কাজল কায়েস/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।