হেডফোনে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
ছবি-প্রতীকী
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. মাইন হাসান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ঈশ্বরদী রেলপথের ঝাঐল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইন হাসান নান্দিনা মধু গ্রামের হান্নান হোসেনের ছেলে এবং পোড়াবড়ী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক মো. জাকির হোসেন জানান, শনিবার দুপুরে মাইন কানে হেডফোন দিয়ে রেল লাইনের ওপর হাঁটছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পুলিশ সেখানে পৌঁছার আগেই মরদেহ পরিবারের লোকজন নিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় মামলা হয়নি।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি