বিএনপিকে বর্ষাকালের ব্যাঙের সঙ্গে তুলনা করলেন হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বর্ষাকালে যখন চারদিক পানিতে থৈ থৈ করে তখন ব্যাঙের কোনো যাওয়ার পথ থাকে না । তখন ব্যাঙ ডাকে। বিএনপি বর্ষাকালের ব্যাঙের মতো। তারা এখন খ্যা খ্যা করছে। তাদের কোনো ভরসা নেই।
শনিবার বিকেলে বান্দরবান রাজার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার শাস্তি হতে যাচ্ছে আর বিএনপি নেতারা পালিয়ে বেড়াচ্ছেন। তারা শুধু পার্টি অফিসে সংবাদ সম্মেলন করেন।
বিএনপি নেতা রিজভীর বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন, আওয়ামী লীগ খালি কলসি নয়, আওয়ামী লীগ মাঠ ভরা মানুষ আর উন্নয়নের প্রতীক।
বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সৈকত দাশ/আরএআর/জেআইএম