পুকুরে প্রতিবন্ধী যুবকের মরদেহ
জয়পুরহাটের কালাই উপজেলার মুড়াইল গ্রামের একটি পুকুর থেকে নবীর হোসেন (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নবীর হোসেন পাঁচবিবি উপজেলার মহীপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে।
কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, মঙ্গলবার সকালে মুড়াইল গ্রামের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রতিবন্ধী হওয়ার কারণে ওই যুবক পুকুরে ডুবে মারা যেতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
রাশেদুজ্জামান/আরএআর/আরআইপি