বান্দরবানে মাইক্রো খাদে পড়ে এক পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮

বান্দরবানে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে মোহাম্মদ বাদশা (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে ।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বান্দরবান শহরের চার মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ করতে এসেছিল তারা ।

পুলিশ জানায়, জেলা শহর থেকে পর্যটন স্পট চিম্বুক-নীলগিরি যাওয়ার পথে বান্দরবানের রুমা-থানচি উপজেলা সড়কের চারমাইল নামকস্থানে পর্যটকবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোহাম্মদ বাদশা (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িতে থাকা আরও ১০ জন পর্যটক আহত হয়।

আরও জানা যায়, খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করায়। গুরুতর আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, পর্যটকবাহী মাইক্রো দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

সৈকত দাশ/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।