‘দুর্নীতি থামান এখনই’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

‘দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে’ এ স্লোগানকে সামনে রেখে জামালপুরে দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বুধবার দুপুরে জামালপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির উদ্যোগে জামালপুর শহরের বসাকপাড়া মোড় থেকে দুর্নীতিবিরোধী র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন সাইকেলের সামনে ‘দুর্নীতি থামান এখনই’ প্ল্যাকার্ড লাগিয়ে সবাইকে সচেতন করা হয়। সরকারি আশেক মাহমুদ কলেজ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী প্রচারণা চালান তারা।

jamalpur

দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হারুণ অর রশিদ, সনাকের সভাপতি মাসুদা আক্তার, সনাক সদস্য মেহেদী মাহমুদ খান শুভ্র, স্বজন সদস্য মোহাম্মদ রাসেল মিয়া ও আসমাউল আসিফ আকন্দ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, একদিনেই দেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে না। তবে মানুষের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা সৃষ্টি করা গেলে অবশ্যই একদিন দুর্নীতি আর থাকবে না। মানুষকে সচেতন করতেই এ দুর্নীতিবিরোধ সাইকেল র‌্যালির আয়োজন।

শুভ্র মেহেদী/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।