মাগুরায় উপ-নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার


প্রকাশিত: ০৭:১৯ এএম, ২০ জুলাই ২০১৫

মাগুরায় মঙ্গলবারের উপ-নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রশাসন সব রকমের ব্যবস্থা সম্পন্ন করেছে। র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার যৌথভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সোমবার দুপুরে স্থানীয় পুলিশ লাইন ময়দানে মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহর নেতৃত্বে সম্মিলিত বাহিনীর একটি মহড়া অনুষ্ঠিত হয়।

র‌্যাবের কমান্ডার ও মাগুরার জেলা পুলিশ সুপার বলেছেন, সরকারের নির্দেশে আগামীকালের উপ-নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ করার জন্য তারা বদ্ধপরিকর।

উল্লেখ্য, গত ৩০-মে মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহর নেতৃত্বে জাতীয় সংসদের-৯১ মাগুরা-১ আসনের উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় এবারও তার নেতৃত্বে সদর উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এ সংবাদ লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, আগামীকালের উপ-নির্বাচনে পুলিশের পাশাপাশি র‌্যাব তিন প্লাটুন, বিজিবি দুই প্লাটুন নির্বাচনী দায়িত্ব পালন করেবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশের ১ জন করে অস্ত্রধারী অফিসার ও ৩ জন করে অস্ত্রধারী কনস্টেবলসহ ১৬টি টহল পুলিশ, ২টি স্ট্রাইকিং ফোর্স ও ১২ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে।

Police

মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচনের রিটানিং অফিসার (অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম জাগো নিউজকে জানান, ১৩টি ইউনিয়ন ও প্রথম শ্রেণির একটি পৌরসভা নিয়ে মাগুরা সদর উপজেলা গঠিত। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৯’শ ৯৯ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ২৮ হাজার ২’শ ৩১ জন ও নারী ১ লাখ ২৯ হাজার, ৭’শ ৬৮ জন। মোট ভোট কেন্দ্র ১০৫টি । এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৮৪টি। ১০৫টি কেন্দ্রে ১০৫ জন প্রিজাইডিং অফিসার ও ৫৭৪জন সহকারী প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ১১৪৮ জন পোলিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩টি টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে। তিনি আরো জানান নির্বাচনের দিন সরকারি অফিস আদালত খোলা থাকবে।

এ নির্বাচনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আলী আহম্মেদ মোটরসাইকেল প্রতীক, মো. আবু নাসির বাবলু আনারস প্রতীক, মো. এনামুল হক হিরক দোয়াত-কলম প্রতীক, মো. জাহাঙ্গীর হোসেন হেলিকপ্টার প্রতীক ও মো. রুস্তক আলী ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন (৭০) গত ২২ এপ্রিল (বুধবার) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য হয়।

মো. আরাফাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।