ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী পত্রিকা বিক্রেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী আমিনুল ইসলাম (৪০) নামে এক পত্রিকা বিক্রেতার মৃত্যু হয়েছে । শুত্রবার দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম লালমনিরহাট রেলওয়ে স্টেশনে দীর্ঘ বিশ বছর ধরে পত্রিকা বিক্রয় করতেন। তিনি লালমনিরহাট পৌরসভার শহীদ শাহজাহান কলোনীর বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট রেলওয়ে স্টেশনে পত্রিকা বিক্রয় করতে রেল লাইন পারাপারের সময় একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি সংবাদপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

লালমনিরহাট রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রবিউল হাসান/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।