ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়ে গেল বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৮

মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রলাৎ মন্ডল নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

তবে এলাকাবাসীর দাবি প্রলাৎ মন্ডলকে কেউ হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনার পর থেকে তার বাবা হরিহর মন্ডল পলাতক রয়েছেন। শনিবার দুপুরে ওই ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার আলীনগর এলাকার চরলক্ষিপুর গ্রামের হরিহর মন্ডলের সঙ্গে তার কলেজ পড়ুয়া ছেলে প্রলাৎ মন্ডলের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। কিন্তু হঠাৎ করে শনিবার দুপুর ২টায় প্রলাৎ এর লাশ বাড়ির পাশে আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। এমন অবস্থা দেখে তারা কালকিনি থানায় তারা খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কালকিনি থানা পুলিশের উপরিদর্শক সানজিব বলেন, নিহত ছাত্রের বাম হাতের কব্জিতে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর কাছে শুনেছি তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। তবে ময়নাতদন্তের পর বলা যাবে হত্যা না আত্মহত্যা।

এ কে এম নাসিরুল হক/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।