ভারতীয় নাগরিকের কোদালের আঘাতে বাংলাদেশি আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৮

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় নাগরিকের হামলায় তয়জুদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার শিংগীমারী গ্রামের ৮৯৪ মেইন পিলারের ২নং সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত বাংলাদেশি তয়জুদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ভারতের কুচবিহার জেলার শীতলখুচি থানার কামার পাড়া এলাকার নজমুদ্দিনের ছেলে আবু বক্কর ও বাংলাদেশের লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার শিংঙ্গমারী সীমান্তের পকেট এলাকার কালটু শেখের ছেলে তয়জুদ্দিনের মধ্যে জমির সীমানা নিয়ে বাক-বিতণ্ডা হয়।

একপর্যায়ে ভারতীয় নাগরিক আবু বক্করের হাতে থাকা কোদাল দিয়ে বাংলাদেশি তয়জুদ্দিনের মাথায় কোপ মারেন। এতে কৃষক তয়জুদ্দিন ঘটনাস্থলে লুটে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বর্ডার গার্ড বিজিবির-৬১ ব্যাটালিয়নের বড়খাতা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইব্রাহীম বলেন, এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে ডাকা হয়েছে।

রবিউল হাসান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।