জামালপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৮

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাউসি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মিলন মিয়া নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুগামী ধলেশ্বরী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। সোমবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী ধলেশ্বরী ট্রেন বাউসি রেলক্রসিং এলাকায় লাইনে উঠে আসা কলা বোঝই একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে ট্রাক্টরটি লাইনের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক মিলন মিয়ার মৃত্যু হয়। তার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায়।

এ ঘটনায় ধলেশ্বরী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে জামালপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব সেকশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে ট্রেনটি উদ্ধার করলে রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর রেলওয়ের স্টেশন মাস্টার দিলোয়ার হোসেন ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার খবর নিশ্চিত করেছেন।

শুভ্র মেহেদী/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।