জামালপুরে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজাকে কেন্দ্র করে জামালপুরে বিএনপির প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

দুপুরে রায় ঘোষণার পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে শহরের লম্বাগাছ থেকে জেলা বিএনপি কার্যালয়ে মিছিল নিয়ে এলে তাতে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

jamalpur-pic-1

এদিকে শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড প্রতিবাদ মিছিল করেছে। এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করে তারা। সহিংসতা এড়াতে শহর জুড়ে র্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন।

শুভ্র মেহেদী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।