লামায় ২৫টি আগ্নেয়াস্ত্রসহ আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে ২৫টি আগ্নেয়াস্ত্র ও দুই সহস্রাধিক গুলিসহ চারজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপারার দুর্গম এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন- তুইসা মং (৩৬), এক্য মারমা (৩৯), চাইমুং মারমা (৩৬) এবং মিফং মারমা (৪৫) ।

র‌্যাব-৭ এর অধিনায়ক মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, লামার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ সময় ১৪টি এসবিবিএল, ১১টি শুটারগান ও দুই হাজার ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সৈকত দাশ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।