ফেনীতে ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮
ছবি-প্রতীকী

ফেনীতে ট্রাকচাপায় আনোয়ার হোসেন মিন্টু (২৪) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। রোববার রাতে মহিপালের রামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ওলামাবাজারের এলাকার হানিফ মিয়ার ছেলে। তিনি সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা বাইকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুল আউয়াল জানান, রোববার রাতে মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ফেনী সদর থেকে সোনাগাজীতে নিজ বাড়ি ফিরছিলেন মিন্টু। এ সময় মহিপালের রামপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।