দুর্ঘটনাকবলিতদের বাঁচাতে গিয়ে উদ্ধারকর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৮

জামালপুরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোল মাহমুদ (২৮) নামে স্থানীয় এক উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়িকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোর ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়িকান্দা এলাকায় আসলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দিলে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ওই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

বাস দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় উদ্ধারকর্মীদের মধ্যে মোহনপুর বেপারিপাড়া এলাকার গোল মাহমুদ (২৮) ভেঙে পড়া বিদ্যুতের খুঁটির সচল তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুভ্র মেহেদী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।